মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা একটি স্বপ্নের নাম। গত ৫ বছর ধরে একঝাঁক আলেম এই স্বপ্নের পেছনে ছুটছেন। ২০১৭ সালের ছোট্ট মারকায এখন আপনাদের সুপরিচিত। মারকায শিক্ষাদীক্ষার মান, পরিবেশ, নিয়মতান্ত্রিকতা সার্বিক বিবেচনায় ওলামা মাশায়েখের নেক নজক কাড়তে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমানে ৬০০ আবাসিক ছাত্র মারকাযে অধ্যয়নরত আলহামদুলিল্লাহ।
৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা ২০২১-২২ঈ. শিক্ষাবর্ষের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম।
বি. দ্র. অনুষ্ঠানে মা বোনদের পৃথক সুব্যবস্থা রাখা হয়েছিলো
সার্বিক যোগাযোগ
01687706658. 01751326571. 01677732544. 01880083340