আজানের জবাব ও ফজিলত

by | Sep 9, 2021 | Blog, মাসআলা-মাসায়েল

আজান ও মুয়াজ্জিন মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিষয়গুলোর অন্তর্ভুক্ত। আজানের জবাব যে দিবে সেও আল্লাহর কাছে প্রিয়।

আবদুল্লাহ ইবন ইউসুফ (রহ.) আবদুল্লাহ ইবন আবদুর রহমান আনসারী মাযিনী (রহ.) থেকে বর্ণনা করেন যে, আবূ সায়ীদ খুদরী (রা.) তাকে বললেন, আমি দেখছি তুমি বকরি চরানো এবং বন-জঙ্গলকে ভালোবাস। তাই তুমি যখন বকরি চরাতে থাক, বা বন-জঙ্গলে থাক এবং নামাজের জন্য আজান দাও, তখন উচ্চকন্ঠে আজান দাও। কেননা, জিন, ইনসান বা যেকোনো বস্তুই যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। আবূ সায়ীদ (রা.) বলেন, একথা আমি রাসূলুল্লাহ (সা.) এর কাছে শুনেছি। (বুখারী শরীফ- ইসলামিক ফাউন্ডেশন: ৫৮২)

আজানের জবাবের ফজিলত:

আবদুল্লাহ ইবন ইউসুফ (র.) আবূ সায়ীদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরুপ বলবে। (সহীহ বুখারী শরীফ- ইসলামিক ফাউন্ডেশন: হাদিস/৫৮৪)

ইবনুস (সারহ রহ.) আবদুল্লাহ ইবন আমর (রা) হতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ ! মুয়াজ্জিনরা তো আমাদের ওপর ফজিলত প্রাপ্ত হচ্ছে (আমাদের চেয়ে বেশি সওয়াবের অধিকারী হচ্ছে)। আমরা কিভাবে তাদের সমান সওয়াব পাব? তিনি বলেন, মুয়াজ্জিনরা যেরুপ বলে, তুমিও তদ্রুপ বলবে। অত:পর যখন আজান শেষ করবে, তখন আল্লাহর নিকট প্রার্থনা করলে তুমিও তদ্রুপ সওয়ার প্রাপ্ত হবে। (সহীহ আবু দাউদ- ইসলামিক ফাউন্ডেশন: হাদিস/৫২৪)

মুহাম্মাদ ইবনুল মুছান্না (রহ.) উমার ইবনুল খাত্তাব (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন মুয়াজ্জিন আজানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, তখন তোমরাও আল্লাহু আকবার বলবে। অত:পর মুয়াজ্জিন যখন আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তোমরাও আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। অত:পর মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তখন তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। অত:পর মুয়াজ্জিন যখন ‘হাইয়া আলাস সালাহ’ বলবে তখন তোমরা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত:পর মুয়াজ্জিন যখন ‘হাইয়া আলাল ফালাহ’ বলবে তখন তোমরা বলবে  লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অত:পর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, অত:পর মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তোমরা যদি আন্তারিকভাবে এরুপ বল তবে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।  (সহীহ আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন: হাদিস/৫২৭)

আজানের জবাব দেওয়ার পদ্ধতি:

(১) আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার

জবাব: আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার

(২) আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ

জবাব: আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ

(৩) আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ

জবাব: আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ

(৪) হাইয়া আলাছ ছালা-হ

জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ

(৫) হাইয়া আলাছ ছালা-হ

জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ

(৬) হাইয়া আলাল ফালা-হ

জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ

(৭) হাইয়া আলাল ফালা-হ

জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াত্তা ইল্লা বিল্লাহ

(৮) আল্লাহু আকবার, আল্লাহু আকবার

জবাব: আল্লাহু আকবার, আল্লাহু আকবার

(৯) লা ইলা-হা ইল্লাল্লা-হ —লা ইলা-হা ইল্লাল্লা-হ

জবাব: লা ইলা-হা ইল্লাল্লা-হ —লা ইলা-হা ইল্লাল্লা-হ

(১০) ফজরের আজানের সময় ‘হাইয়া ‘আলাল ফালা-হ’ এর জবাবে  ‘ছাদাক্বতা ওয়া বারারতা’ বলবে।

আজানের জবাবের দোয়া:

আজানের জওয়াব দান শেষে প্রথমে দরূদ পড়বে। অত:পর আজানের দোয়া পড়বে।

আজানের দোয়া: ‘আল্লাহুম্মা রব্বা হা-যিহিদ দা’ওয়াতিত তা-ম্মাহ ওয়াস্বলা-তির ক্ব-য়িমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাজ্বীলাহ, ওয়াব’আছহু মাক্ব-মাম মাহ:মূদানিল্লাযী ওয়া’আত্তাহ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ।

অত:পর পর বলবে, ‘আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রযীতু বিল্লা-হি রব্বা ওয়া বিমুহাম্মাদির রসূলা, ওয়া বিল ইসলামি দ্বীনা।’

মুহাম্মাদ ইবন সালামা (রহ.) আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণনা করেন। তিনি নবী করীম (সা.)-কে বলতে শুনেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যেরুপ বলে, তোমরাও তদ্রুপ বলবে। অত:পর তোমরা (আজান শেষে) আমার প্রতি দরুদ পাঠ করবে। কেননা যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন। অত:পর তোমরা আল্লাহর নিকট আমার জন্য ওসীলা প্রার্থনা কর এবং ওসীলা হলো জান্নাতের একটি বিশেষ স্থান। আল্লাহ তাআলার একজন বিশিষ্ট বান্দা ওই স্থানের অধিকারী হবেন এবং আমি আশা করি আমিই সেই বান্দা। অত:পর যে ব্যক্তি আমার জন্য ওসীলার দোয়া করবে তার জন্য শাফাআত করা আমার ওপর ওয়াজিব হবে। (সহীহ আবু দাউদ- ইসলামিক ফাউন্ডেশন: হাদিস/৫২৩)

সাম্প্রতিক লেখা

মোট ভিজিটর

56868
Visit Today : 42
Visit Yesterday : 0
Who's Online : 1
একটি সদকায়ে জারিয়া প্রজেক্ট

একটি সদকায়ে জারিয়া প্রজেক্ট

#এক‌টি_সদকা‌য়ে_জা‌রিয়া_প্রজেক্ট মা‌সে প্রয়োজন ১২০ বস্তা। বছ‌রে মোট প্রয়োজন ১৪৪০ বস্তা। চা‌লের জাত : ২৮ মি‌নি‌কেট। মূল‌্য প্রতি বস্তা : ২৫০০-৩০০০৳ মুহতারাম/মুহতারামা, আপনি অবগত আছেন, “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা মাশায়েখের তত্ত্বাবধানে...

একটি সদাকায়ে জারিয়া প্রজেক্ট

একটি সদাকায়ে জারিয়া প্রজেক্ট

#স্কয়ার ফিট ৬১২৳। (আলহামদুলিল্লাহ ১২শতক ক্রয় সম্পন্ন হয়েছে। ৫৩ শতক জমি বায়না রেজি: করা হয়েছে। যার ৪০% মূল্য পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও ৪৯ শতক জমির বায়না রেজিস্ট্রি দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ।) মাদরাসা-মস‌জিদ কম‌প্লে‌ক্সের স্থায়ী জ‌মি ক্রয়ের আ‌বেদন। এক‌টি...

মাদরাসা মসজিদ কমপ্লেক্সের স্থায়ী জমি ক্রয় ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার অংশীদার হোন

মাদরাসা মসজিদ কমপ্লেক্সের স্থায়ী জমি ক্রয় ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার অংশীদার হোন

#1_স্কয়ার‌ফিট = #মাত্র_612৳(আলহামদ‌লিল্লাহ, ৩৮ শতক জমির বায়না রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। যার ৪০% মূল্য পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও ২৭ শতক জমির বায়না রেজিস্ট্রি দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ।) মাদরাসা-মস‌জিদ কম‌প্লে‌ক্সের স্থায়ী জ‌মি ক্রয়ের আ‌বেদন। এক‌টি সদকা‌য়ে...

আপনার অনুদানের মাধ্যমে সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন।