মাসে প্রয়োজন ১২০ বস্তা। বছরে মোট প্রয়োজন ১৪৪০ বস্তা। চালের জাত : ২৮ মিনিকেট। মূল্য প্রতি বস্তা : ২৫০০-৩০০০৳
মুহতারাম/মুহতারামা,
আপনি অবগত আছেন, “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি সুপরিচিত উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় “মারকাযু শাইখিল ইসলাম” জুন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। মারকায বর্তমানে প্রতিষ্ঠার ৭ম বর্ষে পদার্পণ করেছে। এ বছর ৫০০+ ছাত্র ২৭ জন নবীন প্রবীণ দক্ষ শিক্ষকের নিপুণ পাঠদান ও সুদক্ষ পরিচালনায় কুরআন হাদীসের জ্ঞান অর্জন করছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।
আপনি অবগত আছেন, এধরণের দীনী মাদরাসাসমূহ আল্লাহর অশেষ রহমত ও দীনদরদী মুসলিম ভাইবোনদের সহযোগিতায় পরচিালিত হয়ে থাকে। আমাদের ব্যয়ের বড় একটি খাত হলো বোডিংয়ের চাল। আমাদের প্রতি মাসে ১২০ বস্তা চাল প্রয়োজন হয়। এত চাল নগদ মূল্যে ক্রয় করা আমাদের পক্ষে সত্যি কষ্টকর বিষয়। বর্তমানে আমরা ২৮ মিনিকেট চাল কিনে থাকি। যা প্রতি বস্তার মূল্য ২৫০০-৩০০০৳
আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ, সম্ভব হলে বছরের যে কোনো সময় মাত্র এক বা একাধিক বস্তা চাল প্রদান করে ৫০০+ নিষ্পাপ তালিবুল ইলমদের পাশে দাড়াবেন, যারা রাতদিন কুরআন-হাদীসের জ্ঞানার্জনে লিপ্ত রয়েছে।
রাসুলুল্লাহ সা. বলেছেন, ৩ কাজ করলে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। তন্মোধ্যে অন্যতম হলো (অসহায়কে) খাবার খাওয়ানো। (সুনানে তিরমিজি)
১. সরাসরি চাল বা সমমূল্য প্রদানের সুযোগ আছে।
২. বছরের যে কোনো সময়। তবে মাস নির্ধারিত থাকলে আমরা যোগাযোগ করবো
৩. এক বা একাধিক বস্তা প্রদানের সুযোগ আছে।
৪. জাকাত ফান্ড থেকেও চাল প্রদান করতে পারবেন।
৫. অনুগ্রহপূর্বক বিস্তারিত তথ্য ফোনে বা মেসেঞ্জারে জেনে নেওয়ার অনুরোধ রইলো।
আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর দীনের জন্য কবুল করুন।
20502260202725014
Markazu Shaikhil Islam Al madani Dhaka
Islami Bank Rampura Dhaka
বিকাশ মার্চেন্ট : 01601706016 (পেমেন্ট)
বিকাশ, রকেট, নগদ : +8801751326571 [পারসোনাল]
বিকাশ : +8801687706658 [পারসোনাল]
আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আমীন!
Related