আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মুহতারাম/মুহতারামা,
আপনি অবগত আছেন, “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় “মারকাযু শাইখিল ইসলাম” জুন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। মারকায বর্তমানে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ বছর ৬০০ জন ছাত্র ২৪ জন নবীন প্রবীণ দক্ষ খোদাভীরু শিক্ষকের নিপূন পাঠদান ও সুদক্ষ পরিচালনায় অধ্যয়নরত আছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। আপনি অবগত আছেন যে, এসব দীনী প্রতিষ্ঠান আল্লাহর অশেষ রহমত ও মুসলিম ভাইবোনদের সহযোগিতায়-ই পরিচালিত হয়ে থাকে।
[মারকাযের গভর্নিং বোডি ও শিক্ষকবৃন্দ সম্পর্কে জানতে__https://markazushaikhilislam.com/administration/]
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে ভাড়া বাড়িতেই মারকাযের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি অবগত আছেন যে, একটি উচ্চতর শিক্ষা-গবেষণাগারের জন্য স্থায়ী জায়গা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। ভাড়া বাড়িতে বড় পরিসরে শিক্ষা ও গবেষণা কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হয়। উপরন্তু নিয়মিত মোটা অংকের ভাড়া বহন করা একটি অতিরিক্ত ব্যয় ও কষ্টসাধ্য বিষয়। তাছাড়া মারকাযে অনেক অসহায় অস্বচ্ছল মেধাবী ছাত্রভাইরা পড়াশোনা করেন। লিল্লাহ ফান্ড থেকে তাদের ব্যয় বহন করা হয়।
সে লক্ষ্যে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ঢাকার অদূরে আফতাবনগর সংলগ্ন বালু নদীর পাড়ে ১৭০ কাঠা জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। যার মোট মূল্য ৬,৮০,০০,০০০/= [ছয় কোটি আশি লক্ষ] টাকা। মারকাযু শাইখিল ইসলাম এ ব্যাপারে আপনার স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছে। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এই মহতি সদকায়ে জারিয়অ হাসিলের তাওফিক দান করুন। আমীন!
👉আপনি যেভাবে এই সদকায়ে জারিয়ায় অংশীদার হতে পারেন__
১. এক স্কয়ারফিট জমির মূল্য প্রদান করে = ৬১২৳
২. এক জায়নামাজ পরিমাণ জমির মূল্য প্রদান করে = ৬১৮০৳
৩. একজন ছাত্রের থাকা ও পড়ালেখার পরিমান জমির মূল্য প্রদান করে = ২০,০০০৳
৪. এককালীন ১ লাখ টাকা পধান করে = ১,০০,০০০৳
৫. একশতক জমির মূল্য প্রদান করে = ২,৬৬,৫৮০৳
৬. এককাঠা জমির মূল্য প্রদান করে = ৪,০০,০০০৳
৭. যে কোনো পরিমান সাদাকা করে।
👉অসহায় মেধাবী ছাত্রদের জন্য আপনার জাকাতের অংশ প্রদান করতে পারেন। আমাদের লিল্লাহ ফান্ডে বর্তমান বাৎসরিক ব্যয় ৬৮,৪০,০০০/= [আটষট্টি লাখ চল্লিশ হাজার টাকা]
#ব্যাংক_হিসাব_নং
20502260202725014
Markazu Shaikhil Islam Al madani Dhaka
Islami Bank Rampura Dhaka
*বিকাশ মার্চেন্ট 01826332779 [Payment সিলেক্ট করে পাঠাতে হবে]
*বিকাশ পারসোনাল
01751326571
01687706658
01677732544
01880083340
*নগদ পারসোনাল
01751326571
01677732544
*রকেট পারসোনাল
01751326571-4
[পারসোনাল নম্বরসমূহে সেন্ট মানি সিলেক্ট করে পাঠাতে হবে]
আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আমীন!
➡️ডোনেশন পাঠাবার পর অনুগ্রহ পূর্বক এই নম্বরে অবগত করুন 01751326571, 01687706658 অথবা ওয়েবসাইটের এই ফরমটি পূরণ করুন https://markazushaikhilislam.com/donate-us/
#আমাদের_ইমেইল__
msimd2017@gmail.com
#আমাদের_Fb_page__
www.facebook.com/markazushaikhilislamdhaka/
#আমাদের_টুইটার__
twitter.com/MSIMDHAKA
#আমাদের_ইনস্টাগ্রাম__
www.instagram.com/msim_dhaka/
#আমাদের_ইউটিউব_চ্যানেল__
www.youtube.com/channel/UCAzrZCo2hxA-6zLbP1ZkbwQ