আপনার প্রিয় “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা”-য় বর্তমান শিক্ষাবর্ষে ৩৫০+ ছাত্র ২১ জন যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে অধ্যয়নরত আছে। মারকাযু শাইখিল ইসলাম একটি সম্পূর্ণ আবাসিক উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র।
আপনি অবগত আছেন, সকল দীনী প্রতিষ্ঠান আল্লাহ তা’আলার অনুগ্রহ ও ধর্মপ্রাণ ভাইবোনদের সহযোগিতায় পরিচালিত হয়। আমরাও এর ব্যতিক্রম নই।
আসন্ন কুরবানী উপলক্ষে আমরা মারকাযের তালিবুল ইলম/ছাত্র ভাইদের জন্য কুরবানীর উদ্যোগ হাতে নিয়েছি। আপনি চাইলে আপনার কুরবানীর একটি অংশ মারকাযের তালিবুল ইলম ভাইদের জন্য প্রদান করতে পারেন। আপনি সাধ্য মতো এই মহৎ কাজে অংশগ্রহণ করুন, অন্যকে উৎসাহিত করুন। আল্লাহ তা’আলা আপনাকে উত্তম প্রতিদান দিন।
উল্লেখ্য, কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধি মারফত সম্পাদন করা যায়।
👉প্যাকেজসমূহ__
* ১টি মাঝারি আকারের গরু : ৪৯ হাজার টাকা
* ১টি মাঝারি আকারের ছাগল ৮ হাজার টাকা
* গরুর এক সপ্তমাংশ ৭ হাজার টাকা
* এছাড়াও যে কোন পরিমাণ টাকা পাঠাতে পারেন। যে অর্থ দিয়ে কুরবানীর উদ্দেশ্যে ছাড়া পৃথক পশু জবাই করা হবে।
অংশগ্রহণের জন্য নিন্মোক্ত নাম্বারে টাকা প্রেরণ করে সংশ্লিষ্ট নাম্বারে ফোনে অথবা বার্তা প্রেরণ করে জানিয়ে দিতে হবে। টাকা পাঠাবার শেষ তারিখ ২৮ শে জুলাই ২০২০ঈ.
01751326571 [বিকাশ রকেট নগদ]
#ব্যাংক_হিসাব_নং
20502260202725014
Markazu Shaikhil Islam Al madani Dhaka
Islami Bank Rampura Dhaka
👉আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে__
#ওয়েবসাইট www.markazushaikhilislam.com
#ইমেইল__
msimd2017@gmail.com
#Fb_page__
www.facebook.com/markazushaikhilislamdhaka/
#টুইটার__
twitter.com/MSIMDHAKA
#ইনস্টাগ্রাম__
www.instagram.com/msim_dhaka/
#ইউটিউব_চ্যানেল__
www.youtube.com/channel/UCAzrZCo2hxA-6zLbP1ZkbwQ কম দেখুন