মাত্র ১০০ টাকা দিয়ে মসজিদ-মাদরাসার জমি ক্রয়ে অংশীদার হোন❤️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মুহতারাম/মুহতারামা,
আপনি অবগত আছেন, “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় “মারকাযু শাইখিল ইসলাম” জুন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। মারকায বর্তমানে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ বছর ৪০০ জন ছাত্র ২১ জন নবীন প্রবীণ দক্ষ শিক্ষকের নিপুণ পাঠদান ও সুদক্ষ পরিচালনায় অধ্যয়নরত আছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। আপনি অবগত আছেন যে, এসব দীনী প্রতিষ্ঠান আল্লাহর অশেষ রহমত ও মুসলিম ভাইবোনদের সহযোগিতায়-ই পরিচালিত হয়ে থাকে।
[মারকাযের গভর্নিং বোডি ও শিক্ষকবৃন্দ সম্পর্কে জানতে__ https://markazushaikhilislam.com/administration/]
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে ভাড়া বাড়িতেই মারকাযের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি অবগত আছেন যে, একটি উচ্চতর শিক্ষা-গবেষণাগারের জন্য স্থায়ী জায়গা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। ভাড়া বাড়িতে বড় পরিসরে শিক্ষা ও গবেষণা কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হয়। উপরন্তু নিয়মিত মোটা অংকের ভাড়া বহন করা একটি অতিরিক্ত ব্যয় ও কষ্টসাধ্য বিষয়। তাছাড়া মারকাযে অনেক অসহায় অস্বচ্ছল মেধাবী ছাত্রভাইরা পড়াশোনা করেন। লিল্লাহফান্ড থেকে তাদের ব্যয় বহন করা হয়।
সে লক্ষ্যে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ঢাকার প্রাণকেন্দ্র বনশ্রী-ডেমরা মেইন রোডের পাশেই ৪৫.৬৭ কাঠা জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। যার মোট মূল্য ৩,৭৮,৩৫,০০০/= [তিন কোটি আটাত্তর লক্ষ পয়ত্রিশ হাজার] টাকা। মারকাযু শাইখিল ইসলাম এ ব্যাপারে আপনার স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছে। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এই মহতি সদকায়ে জারিয়া হাসিলের তাওফিক দান করুন। আমীন!
#ব্যাংক_হিসাব_নং
20502260202725014
Markazu Shaikhil Islam Al madani Dhaka
Islami Bank Rampura Dhaka
বিকাশ, রকেট, নগদ : 01751326571 [পারসোনাল]
আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আমীন!
➡️ডোনেশন পাঠাবার পর অনুগ্রহ পূর্বক এই নম্বরে অবগত করুন 01751326571, 01687706658
#আমাদের_ইমেইল__
msimd2017@gmail.com
#আমাদের_Fb_page__
Markazu Shaikhil Islam Al madani Dhaka
#আমাদের_টুইটার__
twitter.com/MSIMDHAKA
#আমাদের_ইনস্টাগ্রাম__
www.instagram.com/msim_dhaka/
#আমাদের_ইউটিউব_চ্যানেল__
www.youtube.com/channel/UCAzrZCo2hxA-6zLbP1ZkbwQ
#আমাদের_ওয়েবসাইট__ www.markazushaikhilislam.com
#আমাদের_বর্তমান_ঠিকানা ২৫৩, নবীনবাগ, খিলগাঁও, ঢাকা-১২১৯
#আমাদের_বিভাগসমূহ
১. ছোটদের হিফজ
২. বয়স্ক হিফজ
৩. মাদানী নেসাব ১ম-৫ম বর্ষ [ইবতেদায়ী-জালালাইন]
৪. ইফতা [উচ্চতর ইসলামী ফিকহ]
৫. আদব [উচ্চতর আরবি সাহিত্য]
৬. লোগাহ [আরবি ভাষা ও নাহু সরফ]