মাত্র ১০০ টাকা দিয়ে মসজিদ-মাদরাসার জমি ক্রয়ে অংশীদার হোন

by | Oct 6, 2020 | Blog

মাত্র ১০০ টাকা দিয়ে মসজিদ-মাদরাসার জমি ক্রয়ে অংশীদার হোন❤️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মুহতারাম/মুহতারামা,
আপনি অবগত আছেন, “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় “মারকাযু শাইখিল ইসলাম” জুন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। মারকায বর্তমানে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ বছর ৪০০ জন ছাত্র ২১ জন নবীন প্রবীণ দক্ষ শিক্ষকের নিপুণ পাঠদান ও সুদক্ষ পরিচালনায় অধ্যয়নরত আছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। আপনি অবগত আছেন যে, এসব দীনী প্রতিষ্ঠান আল্লাহর অশেষ রহমত ও মুসলিম ভাইবোনদের সহযোগিতায়-ই পরিচালিত হয়ে থাকে।

[মারকাযের গভর্নিং বোডি ও শিক্ষকবৃন্দ সম্পর্কে জানতে__ https://markazushaikhilislam.com/administration/]

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে ভাড়া বাড়িতেই মারকাযের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি অবগত আছেন যে, একটি উচ্চতর শিক্ষা-গবেষণাগারের জন্য স্থায়ী জায়গা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। ভাড়া বাড়িতে বড় পরিসরে শিক্ষা ও গবেষণা কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হয়। উপরন্তু নিয়মিত মোটা অংকের ভাড়া বহন করা একটি অতিরিক্ত ব্যয় ও কষ্টসাধ্য বিষয়। তাছাড়া মারকাযে অনেক অসহায় অস্বচ্ছল মেধাবী ছাত্রভাইরা পড়াশোনা করেন। লিল্লাহফান্ড থেকে তাদের ব্যয় বহন করা হয়।
সে লক্ষ্যে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ঢাকার প্রাণকেন্দ্র বনশ্রী-ডেমরা মেইন রোডের পাশেই ৪৫.৬৭ কাঠা জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। যার মোট মূল্য ৩,৭৮,৩৫,০০০/= [তিন কোটি আটাত্তর লক্ষ পয়ত্রিশ হাজার] টাকা। মারকাযু শাইখিল ইসলাম এ ব্যাপারে আপনার স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছে। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এই মহতি সদকায়ে জারিয়া হাসিলের তাওফিক দান করুন। আমীন!
#ব্যাংক_হিসাব_নং
20502260202725014
Markazu Shaikhil Islam Al madani Dhaka
Islami Bank Rampura Dhaka
বিকাশ, রকেট, নগদ : 01751326571 [পারসোনাল] আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আমীন!
➡️ডোনেশন পাঠাবার পর অনুগ্রহ পূর্বক এই নম্বরে অবগত করুন 01751326571, 01687706658
#আমাদের_ইমেইল__
msimd2017@gmail.com
#আমা‌দের_Fb_page__
Markazu Shaikhil Islam Al madani Dhaka
#আমা‌দের_টুইটার__
twitter.com/MSIMDHAKA
#আমাদের_ইনস্টাগ্রাম__
www.instagram.com/msim_dhaka/
#আমাদের_ইউটিউব_চ্যানেল__
www.youtube.com/channel/UCAzrZCo2hxA-6zLbP1ZkbwQ
#আমা‌দের_ও‌য়েবসাইট__ www.markazushaikhilislam.com
#আমাদের_বর্তমান_ঠিকানা ২৫৩, নবীনবাগ, খিলগাঁও, ঢাকা-১২১৯
#আমা‌দের_বিভাগসমূহ
১. ছোট‌দের হিফজ
২. বয়স্ক হিফজ
৩. মাদানী নেসাব ১ম-৫ম বর্ষ [ইব‌তেদায়ী-জালালাইন] ৪. ইফতা [উচ্চতর ইসলামী ফিকহ] ৫. আদব [উচ্চতর আর‌বি সা‌হিত‌্য] ৬. লোগাহ [আর‌বি ভাষা ও নাহু সরফ]

সাম্প্রতিক লেখা

মোট ভিজিটর

56869
Visit Today : 43
Visit Yesterday : 0
Who's Online : 1
একটি সদকায়ে জারিয়া প্রজেক্ট

একটি সদকায়ে জারিয়া প্রজেক্ট

#এক‌টি_সদকা‌য়ে_জা‌রিয়া_প্রজেক্ট মা‌সে প্রয়োজন ১২০ বস্তা। বছ‌রে মোট প্রয়োজন ১৪৪০ বস্তা। চা‌লের জাত : ২৮ মি‌নি‌কেট। মূল‌্য প্রতি বস্তা : ২৫০০-৩০০০৳ মুহতারাম/মুহতারামা, আপনি অবগত আছেন, “মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা মাশায়েখের তত্ত্বাবধানে...

একটি সদাকায়ে জারিয়া প্রজেক্ট

একটি সদাকায়ে জারিয়া প্রজেক্ট

#স্কয়ার ফিট ৬১২৳। (আলহামদুলিল্লাহ ১২শতক ক্রয় সম্পন্ন হয়েছে। ৫৩ শতক জমি বায়না রেজি: করা হয়েছে। যার ৪০% মূল্য পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও ৪৯ শতক জমির বায়না রেজিস্ট্রি দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ।) মাদরাসা-মস‌জিদ কম‌প্লে‌ক্সের স্থায়ী জ‌মি ক্রয়ের আ‌বেদন। এক‌টি...

মাদরাসা মসজিদ কমপ্লেক্সের স্থায়ী জমি ক্রয় ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার অংশীদার হোন

মাদরাসা মসজিদ কমপ্লেক্সের স্থায়ী জমি ক্রয় ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার অংশীদার হোন

#1_স্কয়ার‌ফিট = #মাত্র_612৳(আলহামদ‌লিল্লাহ, ৩৮ শতক জমির বায়না রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। যার ৪০% মূল্য পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও ২৭ শতক জমির বায়না রেজিস্ট্রি দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ।) মাদরাসা-মস‌জিদ কম‌প্লে‌ক্সের স্থায়ী জ‌মি ক্রয়ের আ‌বেদন। এক‌টি সদকা‌য়ে...

আপনার অনুদানের মাধ্যমে সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন।