#1_স্কয়ারফিট =
#মাত্র_612৳(আলহামদলিল্লাহ, ৩৮ শতক জমির বায়না রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। যার ৪০% মূল্য পরিশোধ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরও ২৭ শতক জমির বায়না রেজিস্ট্রি দ্রুত সম্পন্ন হবে ইনশাআল্লাহ।)
মাদরাসা-মসজিদ কমপ্লেক্সের স্থায়ী জমি ক্রয়ের আবেদন। একটি সদকায়ে জারিয়া প্রজেক্ট। বিস্তারিত

“মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” রাজধানী ঢাকার ব্যস্ত ও জনবহুল এলাকা পূর্ব রামপুরা-খিলগাঁওয়ের তিতাসরোডে অবস্থিত একটি চমৎকার যুগোপযোগী দীনী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের বুজুর্গানে দীন আহলে হক ওলামায়ে কেরামের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্বাবধানে পরিচালিত। প্রতিষ্ঠানটি গত ৫ বছর ধরে ভাড়া বাড়িতে নানা চড়াই-উৎড়াই ও প্রতিকূল অবস্থাতেও অত্যন্ত সুন্দর ও সুচারূরূপে উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রায় ৬০০ ছাত্র ২৪ জন দক্ষ খোদাভীরু শিক্ষকের অধীনে কুরআন হাদীসের জ্ঞান অর্জন করছে। ইতোমধ্যে মারকায দেশ বিদেশের গবেষক ওলামায়ে কেরামের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ।
কিন্তু মারকাযকে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হলে, শিক্ষার্থীদের জন্য সবুজ ক্যম্পাস এবং প্রয়োজনীয় যাবতীয় উন্নত শিক্ষা উপকরণ নিশ্চিত করতে হলে বর্তমানে আমাদের প্রয়োজন নিজস্ব সুবিশাল ক্যম্পাস। আর এর জন্য প্রয়োজন ঢাকার অদূরে স্থায়ী জমি। আপনারা জানেন, আমরা বেশকিছুদিন যাবত জমিক্রয়ের বিষয়ে দোয়া ও চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, সামনে রেখে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে দীর্ঘদিন চিন্তা, পরিকল্পনা ও প্রচেষ্টার পর ঢাকার অদূরে পূর্বাচল ২০, ২১ নং সেক্টরের গা ঘেষে যিন্দাপার্কে পাশে ঘেষে প্রায় ২০০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। তন্মোধ্যে ৩৮ শতক জমির বায়না-রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। জমি ভরাটসহ প্রতি শতকে ব্যয় হবে ৪ লাখ টাকা। এতে আমরা শিক্ষার্থীদের সুবিশাল সবুজ ক্যম্পাস, আবাসিক হল, টিচার কোয়াটার, পর্যাপ্ত খেলার মাঠ, দৃষ্টিনন্দন জামে মসজিদ, সুইমিং পুল, আন্তর্জাতিক মানের পাঠাগার, কনফারেন্স অডিটোরিয়াম, ক্যন্টিন, স্টুডিও, ব্যয়ামাগার তথা একটি বিশ্বমানের স্বয়ংসম্পূর্ণ উচ্চতর দীনী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছুর সুব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। এই সুবিশাল সদকায়ে জারিয়া প্রজেক্ট বাস্তবায়নে মারকায কর্তৃপক্ষ আপনাদের সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা বিনীতভাবে কামনা করছে। আল্লাহ আমাদের সবাইকে এই সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন। রেফারেন্স অপশনে land/jomi লিখার অনুরোধ রইলো।
১. এক স্কয়ারফিট জমির মূল্য প্রদান করে = 612৳
২. এক জায়নামাজ পরিমাণ জমির মূল্য প্রদান করে = 6180৳
৩. একজন ছাত্রের থাকা ও পড়ালেখার পরিমান জমির মূল্য প্রদান করে = 20,000৳
৪. এককালীন ১ লাখ টাকা প্রদান করে = 1,00,000৳
৫. একশতক জমির মূল্য প্রদান করে = 2,66,580৳
৬. এককাঠা জমির মূল্য প্রদান করে = 4,00,000৳
৭. যে কোনো পরিমান সাদাকা করে।
আল্লাহ আমাদের দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন!

ব্যাংক_হিসাব_নং
১. একাউন্ট নাম : Markazu Shaikhil Islam Al Madani Dhaka একাউন্ট নম্বর : 3031100005627 ব্যাংক : ডাচ বাংলা ব্যাংক লি. শাখা : বনশ্রী। রাউটিং নম্বর : 090270590
২. একাউন্ট নাম : Markazu Shaikhil Islam Al Madani Dhaka একাউন্ট নম্বর : 013811100003922
ব্যাংক :ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.
বনশ্রী শাখা, রাউটিং নম্বর : 105260729
৩. একাউন্ট নম্বর : 20502260202725014
একাউন্ট নাম : Markazu Shaikhil Islam Al madani Dhaka
ব্যাংক : Islami Bank শাখা : Rampura Dhaka রাউটিং নম্বর : 125275749

বিকাশ মার্চেন্ট 01601706016
[Payment সিলেক্ট করে পাঠাতে হবে]

বিকাশ পারসোনাল
01677732544
01880083340
01687706658
01751326571

নগদ পারসোনাল
01751326571
01677732544

রকেট পারসোনাল
01751326571-4
[পারসোনাল নম্বরসমূহে সেন্ট মানি সিলেক্ট করে পাঠাতে হবে]