আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মুহতারাম/মুহতারামা,
“মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় “মারকাযু শাইখিল ইসলাম” জুন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। মারকায বর্তমানে প্রতিষ্ঠার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ বছর ৩৮০ জন ছাত্র ২১ জন নবীন প্রবীণ দক্ষ খোদাভীরু শিক্ষকের নিপূন পাঠদান ও সুদক্ষ পরিচালনায় অধ্যয়নরত আছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আমাদের ছাত্রদের মাঝে অধিকাংশের পুরো বা অর্ধেক ব্যয় মাদরাসার লিল্লাহ ফান্ড থেকে বহন করা হয়। এবছর আমাদের আমাদের লিল্লাহ ফান্ডে বর্তমান বাৎসরিক ব্যয় ৬৮,৪০,০০০/= [আটষট্টি লাখ চল্লিশ হাজার টাকা]। এ টাকার ব্যবস্থা সাধারণ মুসলিম ভাই-বোনদের জাকাত, ফিতরা ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে হয়ে থাকে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আপনার খেদমতে বিশেষ আবেদন এই যে, আপনার জাকাত, ফেতরা ও অন্য দানের একটি অংশ মারকাযের লিল্লাহ ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার অংশীদার হোন।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে ভাড়া বাড়িতেই মারকাযের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি অবগত আছেন যে, একটি উচ্চতর শিক্ষা-গবেষণাগারের জন্য স্থায়ী জায়গা অত্যন্ত আবশ্যক একটি বিষয়। ভাড়া বাড়িতে বড় পরিসরে শিক্ষা ও গবেষণা কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হয়। উপরন্তু নিয়মিত মোটা অংকের ভাড়া বহন করা একটি অতিরিক্ত ব্যয় ও কষ্টসাধ্য বিষয়।
সে লক্ষ্যে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ঢাকার প্রাণকেন্দ্র বনশ্রী-ডেমরা মেইন রোডের পাশেই ৪৫.৬৭ কাঠা জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। যার মোট মূল্য ৩,৭৮,৩৫,০০০/= [তিন কোটি আটাত্তর লক্ষ পয়ত্রিশ হাজার] টাকা। মারকাযু শাইখিল ইসলাম এ ব্যাপারে আপনার স্বতস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক দোয়া ও সহযোগিতা কামনা করছে। আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে এই মহতি সদকায়ে জারিয়অ হাসিলের তাওফিক দান করুন। আমীন!
আপনি যেভাবে এই সদকায়ে জারিয়ায় অংশীদার হতে পারেন__
১. যে কোনো পরিমান টাকা দিয়ে।
২. আপনজনদের উৎসাহিত করে।
৩. এক বর্গফুট জায়গার মূল্য প্রদান করে : ১২৬২৳
৪. এক জায়নামাজ পরিমান জমির মূল্য প্রদান করে : ১০,০০০৳
৫. একজন ছাত্র থাকার জমির মূল্য প্রদান করে : ৪০,০০০৳
৬. একজন ছাত্রের জায়গা ও এক জায়নামাজ পরিমান মূল্য প্রদান করে : ৫০,০০০৳
৭. এককালীন ১ লাখ টাকা প্রদান করে
৮. এক শতাংশ জমির মূল্য প্রদান করে : ৫,৪৯,৬২৮৳
৮. এককাঠা জমির মূল্য প্রদান করে : ৮,২৪,৪৪৩৳
#ব্যাংক_হিসাব_নং
20502260202725014
Markazu Shaikhil Islam Al madani Dhaka
Islami Bank Rampura Dhaka
বিকাশ : 01751326571, 01687706658 [per]
রকেট, নগদ : 01751326571 [per]
নিবেদক__
আবদুল আলীম
প্রতিষ্ঠা পরিচালক।