সাপ্তাহিক তারবিয়াতি মজলিস। মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী তে প্রতি রবি/সোমবার এশার নামাজের পর ছাত্রদের উদ্দেশ্যে তারবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়। আজ রবিবার 05/06/2022ঈ. মারকাযের প্রিন্সিপালস মাওলানা আব্দুল আলীম সাহেব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। আল্লাহ তায়ালা আমাদের সকল আয়োজনকে কবুল করুন।