মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকায় ৭ মার্চ ২০২০ঈ. শনিবার বিকাল ৪ টায় ৩য় বার্ষিক সমাপনী অনুষ্ঠিত হয়।। অনুষ্ঠানে বরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত হন। গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা জাফর আহমদ, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। সভাপতিত্ব করেন বিশিষ্ট মুফতি আল্লামা আবদুর রাযযাক আল হুসাইনী। অনুষ্ঠানে হিফজ ও তাখাসসুসাত বিভাগের ৬৬ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়। মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবদুল আলীম অনুষ্ঠানে উপস্থিত সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
৩য় বার্ষিক সমাপনী অনুষ্ঠান
