“মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” রাজধানী ঢাকার ব্যস্ত ও জনবহুল এলাকা পূর্ব রামপুরা-খিলগাঁওয়ের তিতাসরোডে অবস্থিত একটি চমৎকার যুগোপযোগী দীনী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের বুজুর্গানে দীন আহলে হক ওলামায়ে কেরামের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে পরিচালিত। প্রতিষ্ঠানটি গত ৮ম বছর ধরে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রায় ৬০০ ছাত্র ২৪ জন দক্ষ খোদাভীরু শিক্ষকের অধীনে কুরআন হাদীসের জ্ঞান অর্জন করছে। ইতোমধ্যে মারকায দেশ বিদেশের গবেষক ওলামায়ে কেরামের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ।
সুশিক্ষা জাতির মেরুদন্ড। এ স্বীকৃত প্রবাদটি দীনী শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। দীনী শিক্ষার মূল হল কুরআন কারীম ও হাদীস শরীফের শিক্ষা। যেহেতু কুরআন-হাদীস মানবজাতির সফলতা ও স্বার্থকতার একমাত্র রক্ষাকবচ, সেহেতু কুরআন- হাদীসের শিক্ষাই হল জাতির মেরুদন্ড। এ কথার প্রতি যার বিশ্বাস যতটা বেশি, সে ততটা সফলকাম।আলহামদুলিল্লাহ, উপর্যুক্ত বিষয়ের আলোকে উন্নত পরিবেশে যুগোপযোগী শিক্ষাকারিকুলাম অনুসারে হিফজুল কুরআন, কিতাব বিভাগ, তাখাসসুস বিভাগ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি সমম্বিত শিক্ষাব্যবস্থার আয়োজন করেছে মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
শিক্ষার মানকে আরো বেগবান করতে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে দীর্ঘদিন চিন্তা, পরিকল্পনা ও প্রচেষ্টার পর ঢাকার অদূরে পূর্বাচল ২০, ২১ নং সেক্টরের গা ঘেঁষে জিন্দাপার্কের পাশে প্রায় ২০০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। এতে আমরা শিক্ষার্থীদের সুবিশাল সবুজ ক্যাম্পাস, আবাসিক হল, টিচার কোয়াটার, পর্যাপ্ত খেলার মাঠ, দৃষ্টিনন্দন জামে মসজিদ, সুইমিং পুল, আন্তর্জাতিক মানের পাঠাগার, কনফারেন্স অডিটোরিয়াম, ক্যান্টিন, স্টুডিও, ব্যায়ামাগার তথা একটি বিশ্বমানের স্বয়ংসম্পূর্ণ উচ্চতর দীনী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছুর সুব্যস্থা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তা’আলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!
মারকাযের সম্মানিত তত্তবধায়ক ও পরামর্শক –
আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম যা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম।
পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ ও মানসম্মত শিক্ষক। শিক্ষাক্রমের উন্নয়ন অগ্রগতির উপর নজরদারি ।
শিক্ষার মান উন্নয়ন ও প্রতিক্রিয়া সংগ্রহের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা।
জিজ্ঞাসা
কেউ যদি আমাদের ইমেইল গ্রহণ করতে না চান, তাহলে খুব সহজেই তিনি তা করতে পারবেন। প্রতিটি ইমেইলের নিচে আনসাবস্ক্রাইব অপশনে ক্লিক করলেই সেটি হয়ে যাবে।
© 2024 Markazu Shaikhil Islam Al Madani Dhaka. Developed By rawdah it