পরিচিতি

“মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা” রাজধানী ঢাকার ব্যস্ত ও জনবহুল এলাকা পূর্ব রামপুরা-খিলগাঁওয়ের তিতাসরোডে অবস্থিত একটি চমৎকার যুগোপযোগী দীনী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের বুজুর্গানে দীন আহলে হক ওলামায়ে কেরামের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে পরিচালিত। প্রতিষ্ঠানটি গত ৮ম বছর ধরে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রায় ৬০০ ছাত্র ২৪ জন দক্ষ খোদাভীরু শিক্ষকের অধীনে কুরআন হাদীসের জ্ঞান অর্জন করছে। ইতোমধ্যে মারকায দেশ বিদেশের গবেষক ওলামায়ে কেরামের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ।

সুশিক্ষা জাতির মেরুদন্ড। এ স্বীকৃত প্রবাদটি দীনী শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। দীনী শিক্ষার মূল হল কুরআন কারীম ও হাদীস শরীফের শিক্ষা। যেহেতু কুরআন-হাদীস মানবজাতির সফলতা ও  স্বার্থকতার একমাত্র রক্ষাকবচ, সেহেতু কুরআন- হাদীসের শিক্ষাই হল জাতির মেরুদন্ড। এ কথার প্রতি যার বিশ্বাস যতটা বেশি, সে ততটা সফলকাম।আলহামদুলিল্লাহ, উপর্যুক্ত বিষয়ের আলোকে উন্নত পরিবেশে যুগোপযোগী শিক্ষাকারিকুলাম অনুসারে হিফজুল কুরআন, কিতাব বিভাগ, তাখাসসুস বিভাগ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি সমম্বিত শিক্ষাব্যবস্থার আয়োজন করেছে মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।

শিক্ষার মানকে আরো বেগবান করতে আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে দীর্ঘদিন চিন্তা, পরিকল্পনা ও প্রচেষ্টার পর ঢাকার অদূরে পূর্বাচল ২০, ২১ নং সেক্টরের গা ঘেঁষে জিন্দাপার্কের পাশে প্রায় ২০০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। এতে আমরা শিক্ষার্থীদের সুবিশাল সবুজ ক্যাম্পাস, আবাসিক হল, টিচার কোয়াটার, পর্যাপ্ত খেলার মাঠ, দৃষ্টিনন্দন জামে মসজিদ, সুইমিং পুল, আন্তর্জাতিক মানের পাঠাগার, কনফারেন্স অডিটোরিয়াম, ক্যান্টিন, স্টুডিও, ব্যায়ামাগার তথা একটি বিশ্বমানের  স্বয়ংসম্পূর্ণ উচ্চতর দীনী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সবকিছুর সুব্যস্থা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তা’আলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!

মারকাযের সম্মানিত তত্তবধায়ক ও পরামর্শক –

  • উস্তাযুল আসাতিযা মাওলানা জাফর আহমদ [শাইখুল হাদীস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা]
  • বরেণ্য মুফতি আল্লামা আবদুর রাযযাক আল হুসাইনী [প্রিন্সিপাল, দারুল উলূম আজমপুর উত্তরা ঢাকা]
  • বরেণ্য লেখক গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
  • বিশিষ্ট আলেম আল্লামা হাসান ফারুক [প্রিন্সিপাল ও মুহতামিম, রওজাতুল উলুম গজারিয়া, মুন্সিগঞ্জ]|

আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম যা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম।

পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ ও মানসম্মত শিক্ষক। শিক্ষাক্রমের উন্নয়ন অগ্রগতির উপর নজরদারি ।

শিক্ষার মান উন্নয়ন ও প্রতিক্রিয়া সংগ্রহের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা।

সচরাচর

জিজ্ঞাসা

এত এত মাদরাসা থাকতে আমাদের প্রতিষ্ঠান কেন? মারকাযু শাইখিল ইসলাম মাদরাসা ঢাকায় একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র, যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়¹। এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য মাদরাসা থেকে আলাদা করে। উচ্চমানের শিক্ষা- মাদরাসাটি বিভিন্ন বিভাগে উচ্চমানের ইসলামী শিক্ষা প্রদান করে, যেমন ইফতা বিভাগ, হিফজ বিভাগ, এবং মাদানী নেসাব¹। গবেষণা ও সেমিনার : নিয়মিত বিষয়ভিত্তিক মাসিক সেমিনারের আয়োজন করা হয়, যেখানে দেশ-বিদেশের গবেষক আলেমগণ আলোচক হিসেবে উপস্থিত থাকেন¹। প্রতিষ্ঠাতা ও শিক্ষকবৃন্দ : প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল আলীম এবং অন্যান্য অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ইলমে ওহী অর্জন করে¹। আন্তর্জাতিক স্বীকৃতি : মাদরাসাটি ইতোমধ্যে দেশ-বিদেশের বিজ্ঞ গবেষক আলেমদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে¹। এই কারণগুলোই মারকাযু শাইখিল ইসলাম মাদরাসাকে একটি বিশেষ স্থান করে তুলেছে। আপনি যদি উচ্চমানের ইসলামী শিক্ষা ও গবেষণায় আগ্রহী হন, তাহলে এই মাদরাসাটি আপনার জন্য একটি ভালো পছন্দ হতে পারে।