হিফজুল কোরআন

  • হোম
  • / হিফজুল কোরআন

হিফজুল কোরআন

চাইল্ড হিফজ, বয়স্ক হিফজ

চাইল্ড হিফজ

৭-১২ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন হিফজ বিভাগ। অত্যন্ত
যত্নের সাথে কুরআনের হিফজ করানো হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে
মশ্ক প্রদানের পাশাপাশি ২-৩ বছরের মধ্যেই হিফজ সম্পন্ন করার চেষ্টা করা
হয়। শুনানি বিভাগের ছাত্ররাও এ বিভাগে ভর্তি হতে পারবে।

বয়স্ক হিফজ

বয়স্কদের কুরআন হিফজ করার সুবর্ণ সুযোগ। কাফিয়া বা তদূর্ধ্ব যে কোনো
জামাতের ছাত্র ভর্তি হতে পারবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে মশ্ক প্রদানের
পাশাপাশি ১ বছরের মধ্যেই হিফজ সম্পন্ন করার চেষ্টা করা হয়।