অনুদান

অনুদান ফরম (#4)

আপনার নির্দিষ্ট দানের মাধ্যমে সদকায়ে জারিয়ার অংশীদারিত্ব গ্রহণ করুন

اتَّقُوا النَّارَ ولو بشِقِّ تَمْرَةٍ

 

জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, খেজুরের এক টুকরো পরিমাণ সদকা করে হলেও। [সহীহ বুখারী,হাদীস ১৪১৭]

 

দান-সদকার মধ্যে এক গভীর শান্তির অনুভূতি নিহিত রয়েছে। মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী, দান আমাদের নানান বিপদ-মুসিবত থেকে রক্ষা করে। যারা দান করেন, তাদের ধন-সম্পদ কখনোই কমে না; বরং বাড়ে।

দান-সদকার মাধ্যমে শুধু আমাদের নিজের উপকারই হয় না, বরং আমাদের প্রতিবেশী গরিব ও দুঃখীদেরও উপকারে আসে। আল্লাহ বলেছেন, “যদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তা কতই না উত্তম; আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান কর, তবে তা আরও বেশি উত্তম।” (সুরা: বাকারা, আয়াত: ২৭১)

এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে, দানের মাধ্যমে শুধু সামাজিক শান্তি প্রতিষ্ঠা হয় না, বরং এটি আমাদের পাপগুলোরও ক্ষমা লাভের উপায়। তাই আমাদের উচিত সদা দানের হাত প্রসারিত করা, যাতে আমরা এবং আমাদের আশেপাশের সবাই উপকৃত হতে পারি।