খতমে বুখারী ও পাগড়ি প্রদান অনুষ্ঠান ২৪-২০২৫
১১ জানু ২০২৫
10.00AM - 02.00PM
মারকায মিলনায়তন
মারকাযের ১ম দাওরায়ে হাদীস সমাপনকারী তালিবুল ইলমের সমাপনী অনুষ্ঠান। ৮ম বর্ষের সমাপনী অনুষ্ঠান। এই অর্জন আমাদের গত ৮ বছরের পরিশ্রম দোয়া কান্নাকাটির ফসল। ২০১৭ সালে মারকায প্রতিষ্ঠিত হলেও কিতাব বিভাগ ২০১৮ সালে চালু হয়। সেবছর ২৯ জন তালিবুল ইলম ১ম বর্ষে দাখেলা নেয়। তাদের মাধ্যমেই এবছর দাওরায়ে হাদীস খোলা হয়।
আমাদের সাধনা, আমাদের মাসুম তালিবুল ইলমদের পরিশ্রম দেখার জন্য বিনীত নিমন্ত্রণ রইলো। ১১ই জানুয়ারী ২০২৫ ঈ. রোজ শনিবার সকাল ১০ টা।
অনুষ্ঠানে দেশবরেণ্য বুজুর্গানে দীন ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
আপনাদের সবান্ধব আগমন কামরা করছি।