জুমার দি‌নে যে দুই সম‌য়ে দোয়া কবুল হয়

  • হোম
  • / জুমার দি‌নে যে দুই সম‌য়ে দোয়া কবুল হয়

১. আসর থে‌কে মাগ‌রি‌বের মধ‌্যবর্তী সময়। এসময় বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না। কো‌নো কো‌নো হাদীসবিশারদ ব‌লেন, এই সময়‌টি হ‌লো মাগ‌রি‌বের পূর্ব মূহুর্ত।

২. জুমার নামাজ শুরু হওয়ার পর থে‌কে ফা‌রেগ হওয়া পর্যন্ত। এই মূহু‌র্তের দোয়া কবুল হয়।

এছাড়াও জুমার দি‌নে আরও কিছু সময় দোয়া কবুল করা হয়। এক হাদী‌সে ১২ সম‌য়ের কথা এ‌সে‌ছে। যেমন, খুতবা শুরুর পর নামাজ শুরু হওয়া পর্যন্ত, তাহাজ্জু‌দের সময় ইত‌্যা‌দি।

رواه أحمد في مسنده عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا خَيْرًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ وَهِيَ بَعْدَ الْعَصْرِ»،

روى الترمذي من حديث كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:«إِنَّ فِي الْجُمُعَةِ سَاعَةً لَا يَسْأَلُ اللَّهَ الْعَبْدُ فِيهَا شَيْئًا إِلَّا آتَاهُ اللَّهُ إِيَّاه» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ ، أَيَّةُ سَاعَةٍ هِيَ؟ قَالَ: «حِينَ تُقَامُ الصَّلَاةُ إِلَى الِانْصِرَافِ مِنْهَا»

Write your comment Here